চড়াই উতরাই ওই যে পাহাড়
Charai Utrai Oi Je Pahar
শিল্পী-মান্না দে
চড়াই উতরাই ওই যে পাহাড়,
বরফে বরফে ঢাকা শুধু চারিধার।।
এগিয়ে চলার ডাক পাঠিয়ে
আশির্বাদের দুটি হাত বাড়িয়ে।
হিমালয় হয়ে তুমি আছ দাঁড়িয়ে
হে অমরনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
স্বর্গের দ্বারে তুমি পেতেছ আসন,
ত্রিনয়নে ত্রিভুবন কর যে শাসন।।
গঙ্গা যমুনা বয় তোমার জটায়
মর্ত্যের পথে চলে করুনা ধারায়
তৃষ্ণাতুর সকলে তুমি যে জীবন।।
বেঁচে আছি তোমারি দয়ায়
হে কেদারনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
তাই মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
দুর্গম জঙ্গল দুঃসহ ভয়,
মৃত্যুকে পায়ে দলে তবু যেতে হয়।।
কত রূপ ধরে তুমি আছ হিমালয়
আমাদের চোখে তুমি শুধু দেবালয়
দু’চোখ ভরে তাই দেখতে তোমায়।।
সব ভুলে পায় পায়
হে বদরিনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
চড়াই উতরাই ওই যে পাহাড়
বরফে বরফে ঢাকা শুধু চারিধার
এগিয়ে চলার ডাক পাঠিয়ে
আশির্বাদের দুটি হাত বাড়িয়ে।
হিমালয় হয়ে তুমি আছ দাঁড়িয়ে
হে অমরনাথ
প্রণাম তোমায়
প্রণাম তোমায়
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।
মন ছুটে যায়
ওই ঠিকানায়
ও চরণ ছুঁতে যদি পাই।