তাই তোমার খেয়াল | Tai Tomar Kheyal Lyrics | Miftah Zaman

তাই তোমার খেয়াল
Tai Tomar Kheyal
Singer : Miftah Zaman
Lyric : Shomeswar Oli
Tune & Music : Sajid Sarker
Telefilm : Boro Chele

এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল

এক আধটু কারনে যদি হও বেসামাল

মনে তাই তোমার খেয়াল

মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি

আমি কিছু আড়াল করি নি

আমি শুধু ভালোবেসেছি

প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম

ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম

মনে হয় তোমায় পেলাম

মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি

আমি কিছু আড়াল করি নি

আমি শুধু ভালোবেসেছি

প্রেমের বাজি ধরিনি।

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,

আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে

মনে তাই তোমার খেয়াল

মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি

আমি কিছু আড়াল করি নি

আমি শুধু ভালোবেসেছি

প্রেমের বাজি ধরিনি।

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *