রঞ্জনা আমি আর আসব না |
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো |
Ranjan Ami Ar Asbo Na |
Paray Dhukle Thyang Khora Kore Debo
Lyrics Ranjana
Anjan Dutt
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই।
রঞ্জনা আমি আর আসব না(২)
ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি
পদবীতে ছিল না যে হাত রঞ্জনা
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বছরে দু একবার রঞ্জনা (২)
বাংলায় সত্তুর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ রঞ্জনা
গাজা সিগারেট আমি কোনোটাই ছুই না
পারি না চড়তে কোনো গাছ রঞ্জনা
চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা(২)
বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা
শুধু যে তোমার দাদা নয় রঞ্জনা
আরো কত দাদাগিরি, কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায় রঞ্জনা (২)
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নীলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারি না
ভ্যাবভ্যাবাভ্যাবাচ্যাকা খাই।
চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা(২)
সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
জাচ্ছে জমে হোম টাস্ক রঞ্জনা
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেলটা
কান্না পাচ্ছে সারারাত রঞ্জনা (২)
হিন্দু কি জাপানী জানিনা তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং রঞ্জনা
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবোনা ছাড়তে এ ঠ্যাং রঞ্জনা
চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবোনা
পারবোনা হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবোনা(২)
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না….