কয় দমে হয় দিন রজনী | Koy Dome Hoy Din Rojoni | Key Lyrics

কয় দমে হয় দিন রজনী

Koy Dome Hoy Din Rojoni 

কয় দমে হয় দিন রজনী ঘুরানা ফিরানা।

কয় দমে বাজে ঘড়ি করো রে ঠিকানা।।

দেহের খবর যে জন করে,

আলেকবাজি ধরতে পারে,

আলেকদম হাওয়ায় চলেরে,

কি আজব কারখানা।।

ছয় মহলে ঘড়ি ঘোরে,

শব্দ হয় নিঃশব্দের ঘরে,

কল কাঠি রয় মনের দ্বারে,

দমে আসল বেনা।।

দমের সঙ্গে করো মিলন,

অজান খবর জানবেরে মন,

বিনয় করে বলছে লালন,

ঠিকের ঘর ভুল না।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *