অলির কথা শুনে বকুল হাসে | Oliro Kotha Shune Bokul Hase | Key Lyrics

অলির কথা শুনে বকুল হাসে
Oliro Kotha Shune Bokul Hase



অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে

হাসো না তো।।

ধরার ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মত তুমি আমার কাছে কভু

আসো না তো।।


আকাশ পারে ঐ অনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে।

আকাশ পারে ঐ অনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে।

যেমন করে সে হাওয়ায় ভাসে

কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু

ভাসো না তো।।

অলির কথা শুনে বকুল হাসে

কই তাহার মত তুমি আমার কথা শুনে

হাসো না তো।।


চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে সে ভালবাসে

কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।

অলির কথা শুনে বকুল হাসে

কই তাহার মত তুমি আমার কথা শুনে

হাসো না তো।।

ধরার ধুলিতে যে ফাগুন আসে

কই তাহার মত তুমি আমার কাছে কভু

আসো না তো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *