বিড়াল বলে মাছ খাব না
Biral Bole Machh Khabo Na
কণ্ঠ: পূর্ণদাস বাউল
Biral Bole Machh Khabo Na
কণ্ঠ: পূর্ণদাস বাউল
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোঁব না কাশী যাবো।।
বারো মাসে একাদশী।।
বিশ্ব নাথের প্রসাদ পাবো
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোব না কাশী যাবো।।
তা দেখে এক কোলা ব্যাঙ,
বাড়িয়ে দিলে লম্বা ঠ্যাঙ।।
এক লাফেতে লঙ্কায় গিয়ে,
রাবন মেরে রাজা হবো।।
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোব না কাশী যাবো।।
বিড়াল দেখে নেংটি ইঁদুর
কপালে টিপ মাথায় সিঁদুর।
আবার ঢাকাই শাড়ি পড়ে আমি,
বড় বাবুর গিন্নি হবো।।
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোব না কাশী যাবো।।
তা দেখে এক কালো কুকুর
সে সাজে কেষ্ট ঠাকুর।
তা দেখে এক কালো কুকুর,
সে আবার সাজে কেষ্ট ঠাকুর।।
কদম গাছে লেজ দুলিয়ে।।
শ্যামের বাঁশী কেড়ে নেব
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোব না কাশী যাবো।।
বারো মাসে একাদশী।।
বিশ্ব নাথের প্রসাদ পাবো
বিড়াল বলে মাছ খাবো না,
আঁশ ছোব না কাশী যাবো।।।