সবাই ডাকে বাউল বলে
Sobai Dake Baul Bole
অ্যালবাম: মাটির গান
কন্ঠ: সনজিৎ মন্ডল
Sobai Dake Baul Bole
অ্যালবাম: মাটির গান
কন্ঠ: সনজিৎ মন্ডল
দয়াল তুমি বলো আমায়-
এই বেদনা কেমনে সয়?
সবাই ডাকে বাউল বলে
বাউল হতে পারলাম কই!
সবাই ডাকে বাউল বলে,
বাউল হতে পারলাম কই?(২)
সবাই ডাকে বাউল বলে
দয়াল তুমি বলো আমায়(২)
এই বেদনা কেমনে সয়
সবাই ডাকে বাউল বলে,
বাউল হতে পারলাম কই
সবাই ডাকে বাউল বলে।
যতই পরি গেরুয়া বেশ,
নিই হাতে একতারা,
তুলশীর মালা গলায় পড়ে,
হইনা যতই ঘরছাড়া
কামনা বাসনা আজো(২)
ছাড়তে পারলাম আমি কই?
সবাই ডাকে বাউল বলে
বাউল হতে পারলাম কই?
সবাই ডাকে বাউল বলে।
যশ খুঁজি,খেতাব খুঁজি,
ধন খুঁজে মন
বিপদে না পড়লে তোমায়-
করেনা স্মরণ(গুরু)(২)
জানিনা আর আসব কিনা?
এ ভব সংসারে
জনম বৃথা যাবে যদি
শূন্য ঝোলায় যায় কি করে?
মনটাকে দেও বাউল করে(আমার)(২)
সঙ সেজে আর ক’দিন রই!
সবাই ডাকে বাউল বলে,
বাউল হতে পারলাম কই?(২)
সবাই ডাকে বাউল বলে।