ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যাযাবর
Ghorer Khonje Ghor Haraiya Hoilam Jajabor
অ্যালবাম: তুমি শুধু আমারই জন্য
কথা,সুর ও কণ্ঠ: মনি কিশোর
হইলাম যাযাবর]-২
আপন করে চাইলাম যারে
সেই তো হইলো পর
আমি হইলাম যাযাবর
[ঘরের খোঁজে ঘর হারাইয়া
হইলাম যাযাবর]-২
সুখের প্রদীপ জ্বালতে গিয়ে
ভাসলাম আমি দুঃখে,
পাথরচাপা ব্যথা হায়রে
জমা আমার বুকে।
সুখের প্রদীপ জ্বালতে গিয়ে
ভাসলাম আমি দুঃখে
পাথরচাপা ব্যথা আমার
হায়রে জমা বুকে।
না পাওয়ার বেদনাতে
ভরা যে অন্তর
আমি হইলাম যাযাবর
[ঘরের খোঁজে ঘর হারাইয়া
হইলাম যাযাবর]-২
[মানুষ নামের মানুষ দেখি
মনের মানুষ নাই,
সেই মানুষরে খুঁজি আমি
বলো কোথায় পাই]-২
আশায় আশায় রইলাম আমি
সারা জীবনভর
আমি হইলাম যাযাবর
[ঘরের খোঁজে ঘর হারাইয়া
হইলাম যাযাবর]-২
আপন করে চাইলাম যারে
সেই তো হইলো পর
আমি হইলাম যাযাবর
[ঘরের খোঁজে ঘর হারাইয়া
হইলাম যাযাবর]-৩