কে বলে ঠাকুমা তোমার
Ke Bole Thakumaa Tomar
কথা: গৌতম সাহা
সুর: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
Ke Bole Thakumaa Tomar
কথা: গৌতম সাহা
সুর: অরূপ প্রণয়
শিল্পী: কুমার শানু
কে বলে ঠাকুমা তোমার,
বয়স পেরিয়ে গেছে আশি।।
মনে তো হয়না দেখে কখনো।।
বাঁধানো দাঁতের হাসি।
কে বলে ঠাকুমা তোমার,
বয়স পেরিয়ে গেছে আশি।।
ও নেইকো তোমার চশমা চোখে,
খালি চোখে দেখই ভালো।।
কলপ না করেও তোমার মাথায়
চুলগুলো সবই কালো
সোজা হয়ে চলতে পারো।।
না নিয়ে হাতে লাঠি।
কে বলে ঠাকুমা তোমার,
বয়স পেরিয়ে গেছে আশি।।
মনে পড়ে সেই গল্প আমার,
তোমার সাথে ছেলেবেলায়।।
মুড়ির মোয়া চুপিচুপি
খাওয়াতে দুপুর বেলায়
তোমার হাতের সেই মিষ্টি ছোঁয়া।।
বড় যে ভালবাসি।
কে বলে ঠাকুমা তোমার,
বয়স পেরিয়ে গেছে আশি।।
মনে তো হয়না দেখে কখনো।।
বাঁধানো দাঁতের হাসি।
(কে বলে সোনা আমার
বয়স পেরিয়ে গেছে আশি)
কে বলে ঠাকুমা তোমার
বয়স পেরিয়ে গেছে আশি।