জানালার গ্লাস
Janalar Glass
গীতিকার : শাহান কাবন্ধ
সুর ও শিল্পী : বাপ্পা মজুমদার
রাতভর কথা হয় বাড়ে সে
অভিমান নিয়ে থেকে লাভ কী
আয়নাটা ভারী হয় নালিশে।]-২
ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায়
প্রলয় হাওয়ার হেতু তুমি সে!
প্রশ্নটা বারে বারে নিরুত্তর
ভেঙ্গে যায় তাসঘর কি বিষে।
জানালার গ্লাসে এক জোড়া চোখ
রাতভর কথা হয় বাড়ে সে
অভিমান নিয়ে থেকে লাভ কী
আয়নাটা ভারী হয় নালিশে।
[বেদনার করিডোরে চেয়ে চেয়ে
মন ভাবে এ পথের শেষ কই,
কার্নিশে জমে নিরবতা
দেহটাই বেঁচে আছে আমি নই।]-২
ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায়
প্রলয় হাওয়ার হেতু তুমি সে!
প্রশ্নটা বারে বারে নিরুত্তর
ভেঙ্গে যায় তাসঘর কি বিষে।
(সা গা মা পা গা মা রে)
জানালার গ্লাসে এক জোড়া চোখ
[বিষন্ন আঙ্গুলের ইশারায়
আধ খাওয়া চাঁদ দেখে আকাশে
দেয়াল ও পাশে রাত মায়াবি
আগুনে অন্ধকার এপাশে।]-২
ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায়
প্রলয় হাওয়ার হেতু তুমি সে!
প্রশ্নটা বারে বারে নিরুত্তর
ভেঙ্গে যায় তাসঘর কি বিষে।
(সা গা মা পা গা মা রে)
[জানালার গ্লাসে এক জোড়া চোখ
রাতভর কথা হয় বাড়ে সে
অভিমান নিয়ে থেকে লাভ কী
আয়নাটা ভারী হয় নালিশে।]-২