যেতে যেতে পথে হলো দেরি Lyrics
Jete Jete Pathe Holo Deri Lyrics | R.D.Burman
Song Credit:
Song: Jete Jete Pathe Holo
Album Title: Best Of Rahul Deb Burman
Artist: R.D.Burman
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
যেতে যেতে পথে হলো দেরি Lyrics
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
ভুল বুঝে তুমি চোলে গেছো দূরে
ক্ষমা পাবো, আশা ছাড়িনি,
আশা ছাড়িনি, আশা ছাড়িনি।
যেতে যেতে পথে হল দেরি, তাইতো।
আকাশ ভেঙে তখন, বৃষ্টি নেমেছিল
পায়ে যে পথ থেমে ছিলো
থেমে ছিলো, থেমে ছিলো
আমি গিয়ে দেখি তুমি নেই একী
হার মেনে তবু হারিনি, হারিনি
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
যেতে যেতে পথে হলো দেরি, তাইতো।
চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে
দাড়িয়ে থেকে থেকে ওগো
চলে গেছো, চলে গেছো..
বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে
ফুল থেকে হাসি কাড়িনি, কাড়িনি
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি, যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরি, তাইতো।