এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
Emon Ekti Jhinuk Khuje Pelam Na
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
কণ্ঠ: নির্মলা মিশ্র
যাতে মুক্তো আছে।
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে!
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না,
যাতে মুক্তো আছে।
[শুনে গেলাম অনেক কথা,
অনেক গল্প অনেক গাঁথা]-২
এমন একটি কথাও খুঁজে পেলাম না
যাতে সত্যি আছে।
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না,
যাতে মুক্তো আছে।
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে!
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না।
[পথেই শুধু পথ হারালাম
নিরুদ্দেশে গেলাম না,
ভালোবাসা অনেক পেলাম
ভালোবাসা পেলাম না]-২
[স্বপ্ন অনেক গেলাম দেখে
রোদ-বৃষ্টি নামলো চোখে]-২
এমন একটি আশাও খুঁজে পেলাম না,
যার অন্ত আছে।
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না,
যাতে মুক্তো আছে।
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে!
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না,
যাতে মুক্তো আছে।