এই দেশে এক শহর ছিল
Ei Deshe Ek Shohor Chilo
এই দেশে এক শহর ছিল
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ী ছিল
বাড়ীর নাম এলোমেলো
দো’তলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
সেই মেয়েটি অপরূপা ছিল।
সেই নাম না জানা মেয়ের চোখে
কষ্ট ছিল, হাসিও ছিল
কি জানি তার বলার ছিল
দূর থেকে মনে হয়েছিল
ঠোটদুটো তার কেঁপেছিল
ভাবনা আমার হয়েছিল
এলোমেলো , এলোমোলো
মন আমার কেড়ে নিয়েছিল।