আমি চাঁদ কে
Ami Chand Ke
আমি চাঁদ কে
আমি চাঁদ কে ও ঈর্ষা করি
সারারাত স্বপ্নে পুড়ি
সে কেন তোমায় ছুঁবে আমার আগে ?
সারারাত জোছনা হয়ে
ঠিক যতক্ষণ যায় সে ছুঁয়ে
কেউ জানে না আমারও যে কষ্ট লাগে
এই পৃথিবীর চাঁদ সূর্য একশ হাত দুরে দুরে থাক
কোনো কিছুর সাথে আমি দেব না তো একটু হাত
তোমার জন্য হাতের মুঠোয় চন্দ্র ধরি সূর্য ধরি
আমি চাঁদ কে ও ঈর্ষা করি, ঈর্ষা করি
চাঁদ কে ও ঈর্ষা করি
সারারাত স্বপ্নে পুড়ি
সে কেন তোমায় ছুঁবে আমার আগে ?
হয়তো আমার ঈর্ষা দেখে হচ্ছে তোমার ভীষণ রাগ
যা খুশি তা নাও না ভেবে এমন করে জীবন যাক
তোমার জন্য এইতো আমি যেমন খুশি ভাঙ্গি গড়ি
আমি চাঁদ কে ও ঈর্ষা করি, ঈর্ষা করি
চাঁদ কে ও ঈর্ষা করি
সারারাত স্বপ্নে পুড়ি
সে কেন তোমায় ছুঁবে আমার আগে ?