আমি বাংলা মায়ের ছেলে
Ami Bangla Mayer Chele
আমি বাংলা মায়ের ছেলে
আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
বাংলা মায়ের মুখের হাসি, প্রাণের চেয়েও ভালোবাসি
মায়ের হাসি পূর্ণ শশী, রত্নমানিক জ্বলে।।
মায়ের তুলনা কি আর ধরনীতে মেলে, মা আমার শস্য-শ্যামলা
সুশোভিত ফলে ফুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল
রয়েছে সুশীতল জল, নদী-নালা খালে-বিলে।।
কোকিল ডাকে কুহু স্বরে, বুলবুল নাচে ডালে, শুকশারি গান গায়
মা যেন থাকেন কুশলে, বাংলা মায়ের ছেলে,আমি বাংলা মায়ের ছেলে
বাউল আব্দুল করিম বলে, জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকবো মায়ের কোলে, তাপ-অনুতাপ ভুলে।।
মাকে ভুলেনা মায়ের খাঁটি সন্তান হলে, মা বিনে আর কে আছে কার
সুখে-দুখে মা মা বলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে