আমি একি করিলাম Lyrics | Ami Eki Korilam Sukher Asay Lyrics
আমি একি করিলাম
Ami Eki Korilam Sukher Asay (2024)
কথা ও সুর: মিস্ লিটন
কণ্ঠ: মিস্ লিটন
Ami Eki Korilam Sukher Asay Lyrics
[আমি একি করিলাম
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম]-২
[পরকীয়া করতে গিয়া
ধরা যে খাইলাম (রে আমি)]-২
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম
আমি একি করিলাম
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম।
[টাকার লোভ দেখাইয়া নাঙে
লীলা করলো আমার সঙ্গে
ইজ্জত মাইরা দিলো ছাইড়া
করি কী এখন?]-২
[এখন লোকে মন্দ বলে
তাই শুনিয়া অঙ্গ জ্বলে]-২
[স্বামী থুইয়া কেন অন্যের
বিছানায় গেলাম!(রে আমি)]-২
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম
আমি একি করিলাম
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম।
[হোন্ডার পিছে বসাইলো
বন্ধুর বাড়ি নিয়া গেল
আদর সোহাগ দিয়া আমায়
পাগল করিল]-২
[কতকিছু কিইনা দিলো
মনে হইছে কত ভালো]-২
ভালোবাইসা জীবন যৌবন
সবই তো দিলাম (রে আমি)]-২
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম
আমি একি করিলাম
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম।
[বউ ভক্ত স্বামী আমার
কত যে জ্বালাইছি তাহার
তবু আমায় আদর করে
ডাকতো জানের জান]-২
[নাঙের কথা শুনে আমি
হারাইলাম যে ভালো স্বামী]-২
[দুই নৌকাতে পা রাখিয়া
ডুইবা মরিলাম (রে আমি)]-২
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম
আমি একি করিলাম
সুখের আশায় নাঙ ধরিয়া
ভাতার হারাইলাম।