Megher Madol Lyrics (মেঘের মাদল লিরিক্স) Ankita Bhattacharyya | Akash C | Barshar Gaan

Megher Madol Lyrics (মেঘের মাদল লিরিক্স) Ankita Bhattacharyya | Akash C | Barshar Gaan

Song : Megher Madal
Vocal : Ankita Bhattacharyya
Lyrics & Composition : Akash Chakrabarty
Arrangement, keyboard programming & backing vocals: Nabarun Bose
Guitar & banjo: Chayan Chakraborty
Madal & other percussions: Rupam Percussionist
Mixed & Mastered by: Debojit Sengupta
Recorded by Nilabja Niyogi, Satyaki Chattopadhyay (Niyogi’s Place Studio)

Video Credits
Video by-Neel Artworks
EP – Swarup Paul
DOP- Shreyanjan Basak
Edit- Neel Artworks
CC- Shreyanjan Basak, Neel Artworks
Choreographer- Mamta Dey Nandi
Make up- Debasish & team
Jewelry Partner- Siara Jewellery
Art Director- Madhurima
Assistant. Art- Utsso & Kokhon
Production Manager-Sourav Das
Assistant Production
Light- Eskay Lights
Make Up van – Eskay Lights
Line Production Audio & Video : Biocine Production House

Lyrics : মেঘের মাদল

কথা ও সুর: আকাশ চক্রবর্তী

————————————-

Megher Madol Lyrics

মেঘের মাদল জল বল বাজিয়া!
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া—
মেঘের মাদল জল বল বাজিয়া!

গুরুগুরুগুরুগুরু গগনে গহন দেয়া
ঝমঝম চমকিয়া যায়,
পাতালের কালা যেন আকাশে আজ বিছানো,
ঘষিলে আগুন খেলে তায়।
তবুও দহন তাপে জলের ভরসা নামে,
শান্তি-পরশ লাগে মনে।
জুড়িয়া শিলের দানা, কে আঁকিল আল্পনা
কহিতে পারো তা কোন জনে?
কে দিল রে আসমান ভাঙিয়া?

মেঘের মাদল জল বল বাজিয়া!
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া—
মেঘের মাদল জল বল বাজিয়া!

হো… ঝরঝরঝরঝর ঝরিল রে
পথে হীরার দানার মতো বারি;
শনশনশনশন উড়িল রে,
বায়ে তালের শাখার তরবারি।
চোখে চমক লাগে, মনে পুলক জাগে,
বনে ময়ূর নাচে, ঝরে ঝনন ঝনন ঝন—

মেঘের মাদল জল বল বাজিয়া!
দ্যাখ পুষ্করিণী টলমল টলমল
করণের পথ চাহিয়া—
মেঘের মাদল জল বল বাজিয়া!

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *