মনরে অভাব যায় না স্বভাব না হলে
Monre Obhab Jay Na Sobabh Na Hole
ভজন গান
মনরে অভাব যায় না স্বভাব না হলে
মনরে, অভাব যায় না, স্বভাব না হলে।
মাধুর্য প্রেমভক্তি রসে, যদি হৃদে কুসুম ফোটে,
বিরাজ করে শতদল, পাক পূর্ণ সাগর জলে।
নিরিখ ধরা মানুষ ধর, সেই নিরিখে দৃষ্টি কর,
হরি বলে তরণী ‘পর, উঠে পড় কুতুহলে।
কর্মবিহীন হরিনাম, কালে কালে ঘটায় দুর্নাম,
হাতে কর্ম মুখে নাম, জয়ী হও সবে কর্মবলে।
সত্য ধর্ম সৎ কর্ম, যেন সবে মূল মর্ম,
সত্যবিহীন সব অধর্ম, খ্যাত আছে মহিতলে।
নারী মাত্র মাতৃ মনন, নহে ত সহজ সাধন,
নিবৃত্তপুরে কর গমন, বাড়বে শক্তি মাতৃ বলে।
উচ্চাকাঙ্ক্ষা উচ্চাভাব, দিনে দিনে বাড়ায় অভাব,
সাধ্য সাধনে রাখ সদ্ভাব, পাবে শান্তি দুঃখানলে।
আকাশ কুসুম চিন্তা করা, সাধন পথে পিছিয়ে পড়া,
শূন্যতে হাহাকার করা, আর কিছু না তাতে মিলে।
সমর্পিত ভাব দেহ, দেহের মালিক অন্য কেহ,
তুমি তাহার অনুচর রহ, কর্ম কর তার কৌশলে।
শূন্য মার্গে সাধন করা, এ নয় মতুয়ার ধারা,
কর্ম করে বাঁচা মরা, স্বরূপ শক্তি সহায় বলে।
বৃন্দাবনের কপাল মন্দ, হয়ে র’ল মায়ায় বদ্ধ,
হরিকে করতে আবদ্ধ, তার শক্তি নাহি মিলে।