বাস স্টপেজ –
ব্যাণ্ড: শিরোনামহীন
Artist: Shironamhin Album: Bondho Janala Released: 2009
Song Title: Bus Stoppage
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication – 2009
শিরোনামঃ বাস স্টপেজ ব্যান্ডঃ শিরোনামহীন কথা ও সুরঃ জিয়াউর রহমান প্রকাশকালঃ ২০০৯
নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে
বাস স্টপেজ- ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে
বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত
কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”
চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে
বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি
বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ
উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
Leaving the nursery behind, at the roundabout The bus stand is stationed as a full stop Posters stacked on it’s chest, apathetic like an art gallery Cell phone number of some spoiled brat, being embarrassed on doing this promotion Pointless cologne in the air from the intense perfume Some nonstop bus rushing tireless Insensitive rain has written her name on the glossy pitch Intrusive hawker seeking for a car passenger with a smiling face Some people standing on the street this evening Usually put up dreams for sale Overlooked the stars hanging on the sky above their head. Fragrance of flowers in teen girl’s hands intends to touch the glazing glass The soaked polythene with gust of rain, will move to Mirpur on a nonstop The smile looks like a signboard on pale lips; the lover says “I love you” Eye witness standing at the roundabout, leaving the nursery close by Ex beauty appears on commercial “Kites of Aspiration” comes up at the bus stand Comic series being sold out Product launches & goes sold out with casual advertizing Some people standing on the street this evening Usually put up dreams for sale Overlooked the stars hanging on the sky above their head.
“Bondho Janala” is the third studio album by Shironamhin. Released on April 13 of 2009 , where the band contemplate as a psychedelic rock band and proved successful in mastering the lyrics, as well as incorporate and explore many classical acoustic instruments. The album urged great hits like “Bondho Janala”, “Bhalobasha Megh”, “Bullet Kingba Kobitay”, “Eka”, “Bus Stoppage”, “Bangladesh” etc.