পাগল মন, মন রে মন কেন এতো কথা বলে
শিল্পীঃ দিলরুবা খান
সুরকারঃ আহমেদ কায়সার
গীতিকারঃ আহমেদ কায়সার
শিল্পীঃ দিলরুবা খান
সুরকারঃ আহমেদ কায়সার
গীতিকারঃ আহমেদ কায়সার
Singer: Indrani Sen
Originaly Sung by: Basudeb Das Baul
কে বলে পাগল
সে যেনো কোথায়
রয়েছো কতই দূরে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
মনকে আমার যত চাই যে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে
মনকে আমার যত চাই যে বুঝাইতে
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে
পাগল মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
আমি বা কে আমার মনটা বা কে
আজও পারলাম না আমার মনকে চিনিতে
আমি বা কে আমার মনটা বা কে
আজও পারলাম না আমার মনকে চিনিতে
পাগল মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন…
আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন
পাগল মন রে
মন কেন এতো কথা বলে…
কে বলে পাগল
সে যেনো কোথায়
রয়েছো কতই দূরে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে