দেখলে ছবি পাগল হবি
Dekhle chobi pagol hobi
কথা ও সুর… জালাল উদ্দিন খাঁ
মোহন ও মুরতি বাবার
দেখলে ঘুঁচে যায়রে অাধার
আরশ কুরশি সাগর পাহাড়
দেখার বাকি থাকে না ।
দেখলে ছবি পাগল হবি
ঘরে রইতে পারবি না ।
এই চৌদ্দ ভূবনে আমার মুর্শিদ মাওলানা
দেখলে ছবি পাগল হবি
ঘরে রইতে পারবি না ।
এই চৌদ্দ ভূবনে আমার মুর্শিদ মাওলানা
দেখলে ছবি পাগল হবি
ঘরে রইতে পারবি না ।
মোহন ও মুরতি বাবার
দেখলে ঘুঁচে যায়রে অাধার
আরশ কুরশি সাগর পাহাড়
দেখার বাকি থাকে না ।
যিশু দেখে খ্রীষ্টানেরা
ভাবে জিন্দে জৈনেরা
হিন্দু ভাবে মদন মোহন রায়
শ্রী নন্দের কেলে সোনা ।
বাহিরে তোর পীরের ছবি
ভেতরে তোর নূর ও নবী
ধ্যানের দেশে আল্লাহ পাবি
জালাল কয় ডুবে দেখ না ।