তুমি তো মা ছিলে ভুলে Lyrics
Tumi To Ma Chile Bhule Lyrics
তুমি তো মা ছিলে ভুলে
আগমনী গান
দুর্গা পূজার গান
তুমি তো মা ছিলে ভুলে Lyrics
তুমি তো মা ছিলে ভুলে
আমি পাগল নিয়ে সারা হই,
হাসে কাঁদে সদাই ভোলা
জানে না সে আমা বই।
ভাঙ খেয়ে মা সদাই আছে
থাকতে হয় মা কাছে কাছে,
ভাল মন্দ হয় গো পাছে
সদাই মনে ভাবি ওই।
দিতে হয় মা মুখে তুলে
নয়তো খেতে যায় গো ভুলে,
ক্ষেপার দশা ভাবতে গেলে
আমাতে আর আমি নই।
ভুলিয়ে যখন এলাম ছলে
(ওমা) ভেসে গেল নয়ন জলে,
একলা পাছে যায় গো চলে
আপন-হারা এমন কই।