তুমি তো মা ছিলে ভুলে Lyrics | Tumi To Ma Chile Bhule Lyrics

তুমি তো মা ছিলে ভুলে Lyrics

Tumi To Ma Chile Bhule Lyrics

তুমি তো মা ছিলে ভুলে

আগমনী গান

দুর্গা পূজার গান

 

তুমি তো মা ছিলে ভুলে Lyrics



তুমি তো মা ছিলে ভুলে
আমি পাগল নিয়ে সারা হই,
হাসে কাঁদে সদাই ভোলা
জানে না সে আমা বই।

ভাঙ খেয়ে মা সদাই আছে
থাকতে হয় মা কাছে কাছে,
ভাল মন্দ হয় গো পাছে
সদাই মনে ভাবি ওই।

দিতে হয় মা মুখে তুলে
নয়তো খেতে যায় গো ভুলে,
ক্ষেপার দশা ভাবতে গেলে
আমাতে আর আমি নই।

ভুলিয়ে যখন এলাম ছলে
(ওমা) ভেসে গেল নয়ন জলে,
একলা পাছে যায় গো চলে
আপন-হারা এমন কই।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *