চুপি চুপি চলে অন্তর দোলে | Chupi Chupi Chole Antor Dole | বন্ধুরে | Bondhure | মালা

শিরোনামঃ বন্ধু রে
Bondhure
চুপি চুপি চলে অন্তর দোলে
Chupi Chupi Chole Antor Dole
শিল্পীঃ মালা
চুপি চুপি চলে অন্তর দোলে
তোকে ছাড়া কেমনে রই
থাকে দূরে দূরে চিন্তার অনলে
কেমনে মনের কথা কই,
আমার কিছু ভালো লাগে না
কোন কাজে মন বসে না
পারতাম যদি উড়িয়া উড়িয়া
আসতাম তাকে দেখিয়া ফিরিয়া,,
বন্ধু রে…..
জানতাম যদি চোখে নদী
রাকতাম না তারে ছাড়িয়া
হইতো যদি সুখের পাখি
অন্তরে রাখিতাম পুষিয়া ,
পারতাম যদি উড়িয়া উড়িয়া
আসতাম তাকে দেখিয়া ফিরিয়া,,
বন্ধু রে……
কাটে না ক্ষণ উতাল এখন
যাতনা বেড়ে হয় দ্বিগুণ
হইবো যখন করবো আপন
রঙে রঙে বাধিবো ভূবন,
পারতাম যদি উড়িয়া উড়িয়া
আসতাম তারে দেখিয়া ফিরিয়া,
বন্ধু রে…… ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *