কী যে করি দূরে যেতে হয় তাই
Ki Je Kori Dure Jete Hoy Tai
কথা,সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: লতা মঙ্গেশকর
[কী যে করি দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই তাই]-২
কী যে করি কি যে করি।
[কখনো সঘন বাদলের পরে
প্রেমলিপি লিখি বিজলী অক্ষরে]-২
কখনো দখিনা পবনে আমার
ব্যথাটুকু রেখে যাই
কী যে করি কি যে করি।
[কী যে করি বলো এতো আশা লয়ে
বোবা হয়ে মরি এতো ভাষা লয়ে]-২
[তোমার আমার এমনই এ খেলা
দুকূলে দু’জনে বেয়ে যাবো ভেলা]-২
কখনো সহসা ঢেউয়ে ঢেউয়ে মিলে
কিছু ছোঁয়া যদি পাই
কী যে করি দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই তাই
কী যে করি কি যে করি।