কত সাধনার ফলে | Koto Sadhonar Fole | Key Lyrics

কত সাধনার ফলে
Koto Sadhonar Fole
কন্ঠ-সমীরণ দাস
কত সাধনার ফলে
এমন সাধের মানব জনম পেলে
দু’দিন বাদেই সবাই চলে যাবে
এই হরিনাম তুমি গাইবে কবে?
সংসার মায়ায় পড়ি অভিনয়
মানুষে মানুষে শুধু পরিচয়।।
হরি নাম ভজ
নামেতেই শান্তি পাবে।।
কি সুখ পেলে তুমি দুনিয়ায়
দুঃখেরি আগুনে পুড়ে হলে ছাই।।
হরি নাম ছাড়া আর
কি আছে ভবে।।
সমীরণের গান শুধু সাধনা
আপনাদের চরণে আমার বাসনা
গঙ্গাধরের গান শুধু সাধনা
আপনাদের চরণে
আমার বাসনা
সুন্দর দেহটা পুড়ে ছাই হবে(এই)।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *