এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই | Ei Phaguni Purnima Rate Cholo Palaye Jai | Song Lyrics

এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
Ei Phaguni Purnima Rate Cholo Palaye Jai
Surojit Chatterjee
যেনো ঢাক আছে আর কাঠি নাই,
তরে ছাড়া আমার হালটা যে তাই,
ভাবুক যা খুশী সবাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু’জনে এক সাথে,
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে
হয়েছিলো সেই যে দেখা,
তখন থেকেই যেন আনমনা মন আর
উঠান লাগে শুধু ব্যাঁকা,
আমার উঠান লাগে শুধু ব্যাঁকা;
চল পলায়ে যাই,
তোর আঁখি দুটি যেন মাতলা নদী
করেছে আমায় পাগল,
তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন
আনচান আনচান করে মন,
আমার আনচান করে মন গো;
চল পলায়ে যাই,
কানে দেবো দূল, নাকে নাকছাবি
গলায় দিবো সীতাহার,
হাতে দেবো চূড়ি ভাবতে নাহি পারি
আর কি দিবো উপহার,
আমি আর কি দেবো উপহার গো;
চল পলায়ে যাই,
একসাথে দু’জনে বাগান বানাবো,
করবো গোলাপের চাষ,
ছোট্ট দুটি ঘর রইবে সেখানে,
করবো দু’জনে বাস,
জোড়া গোলাপের কলি দিবো গুঁজে
খোপাতে তোর রোজ ভোরে,
বাকি যত ফুল বেচবো গিয়ে
হাওড়ার ঐ ফুলের বাজারে,
তোকে জোড়া গোলাপ দিবো ভোরে;
চল পলায়ে যাই,
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে
যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু’জনে এক সাথে ,
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে য…
চল পলায়ে যাই।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *