আমার পরান বন্ধুরে
Amar Poran Bondhure
কথাঃ ফকীর আতিকুর রহমান চিসতী
আমার পরান বন্ধুরে
এত জ্বালা তোর পিরিতে
জানতাম নারে আগে
জানলে কি আর প্রাণ সপিতাম
আসতাম কি ফুলবাগে
দিবস কাটে নানা কাজে
মন বুঝাইয়া রাখি
নিশি আমার কাটে নারে
জাগে দুইটি আঁখি
সবাই বলে হত ভাগী
মরবি রে তার শোকে
লোকের মন্দ গায় মাখি না
সাজাই ফুলডালি নার্গিস হেনা
জুই চামেলি শুকাইলো সকলি
ও তুই আইলি নারে বনমালি
কত স্মৃতি জাগে।
দয়া করে একবার এসো
অভাগীর লাগিয়া
চাইবো না তোর আদর সোহাগ
দেখবো চোখ ভরিয়া
ও তোর চরণ ধূলি মাথায় নিয়া
আমার আতিক মরবে সুখে।