মন আমার তোর কিনারে | কে তুই বল | Mon Amar Tor Kinare | Ke Tui Bol | Herogiri | Dev | Sayantika | Arijit Singh

শিরোনামঃ কে তুই বল
শিল্পীঃ অরিজিৎ সিং
মুভিঃ হিরোগিরি
গীতিকারঃ জিৎ গাঙ্গুলি
Song: Ke Tui Bol Singer: Arijit Singh Lyrics: Prasen Music: Jeet Gannguli
মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হবো

দু’হাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই

এলাম কাছে তোর

পুড়তে বসে তুই তাকালে

মনেরই শহর

একটু দূরেই ডাকছে জীবন

যাচ্ছি চলে তাই

ভাবছি তোকে আঁকছি কতো

রঙিন বাহানায়

যদি মনে ধরে

আমায় সঙ্গে করে

মেঘের মুলুকে চল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

তোর আঁচলের গন্ধে আছে

চিনতে পারার সুখ

টানলে কাছে লজ্জাতে তোর

নেমেছে চিবুক

কল্পনাদের আসকারা দিই

ইচ্ছে গাছে জল

অল্প আলো, অল্প ছাঁয়া

গল্প আমায় বল

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালোবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হব

দু’হাতে প্রেম কুড়োবো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে

আমার কপালে জোটে

দারুণ খুশির দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *