প্রেমে জল হয়ে যাও গলে | Preme Jol Hoye Jao Gole Song Lyrics

প্রেমে জল হয়ে যাও গলে
Preme Jol Hoye Jao Gole Song Lyrics
রজনীকান্ত সেন তাঁর “প্রেমে জল হয়ে যাও” গানে এও তরলতার কথাই বলেছেন।
এই নববর্ষে রইল সাহানা বাজপেয়ীর কন্ঠে এই গান।

 

প্রেমে জল হয়ে যাও গলে

 
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে,
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে,
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।।

 

অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মত,
অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মত,
কল কলে অবিরত
কল কলে অবিরত, জয় জগদীশ বলে।
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।।
(বিশ্বাসের তরঙ্গ তুলে
মোহ পাড়ি ভাঙ সমূলে,
চেওনা কোন কুলে
শুধু নেচে গেয়ে যাওরে চলে।)
সে জলে নাইবে যারা
থাকবে না মৃত্যু জরা,
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে,
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে,
যারা সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে’যাও একেবারে,
সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে’যাও একেবারে,
ভেসে যাও, ভাসিয়ে নে’যাও
ভেসে যাও, ভাসিয়ে নে’যাও
সেই পরিণাম,
সেই পরিণাম সিন্ধু জলে,
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে,
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে।

Preme Jol Hoye Jao Gole Song Lyrics

 

 

Check Also

যদি কুমড়োর মত, চালে ধ’রে র’ত, পান্তোয়া শত শত | Jodi Kumror Moto, Chale Dhore Roto, Pantoya Shoto Shoto | Aditi Munsi’s Lyrics

যদি কুমড়োর মত, চালে ধ’রে র’ত, পান্তোয়া শত শত Jodi Kumror Moto, Chale Dhore Roto, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *