নৈরাকারে ভাসছে রে এক ফুল | Noirakare Bhasche Re Ek Phool | Key Lyrics

নৈরাকারে ভাসছে রে এক ফুল
Noirakare Bhasche Re Ek Phool
Key Lyrics
ফকির লালন সাঁই

নৈরাকারে ভাসছে রে এক ফুল

নৈরাকারে ভাসছে রে এক ফুল ।
সে যে ব্রহ্মা বিষ্ণু হর আদি পুরন্দর
তাদের সে ফুল হয় মাতৃকুল ।।
বলবো কি ফুলের গুণ বিচার
ব্রহ্মা বিষ্ণু সীমা দিতে পারে নারে নর
যারে বলি মুলাধার সেহি তো অধর
ফুলের সঙ্গে ধরা তার সমতুল ।।
লীলে অন্ত নাই স্থিতি ফুলে
সাধকের মূল বস্তু এই ভূমণ্ডলে
বেদের অগোচর সেই ফুলের নাগর
সাধুজনা করছে তার উল ।।
কোথা বৃক্ষ কোথা রে তার ডাল
তরঙ্গে পড়ে ফুল ভাসছে চিরকাল
কখন সে অলি মধু খায় ফুলি
লালন বলে চাইতে গেলে হয় রে ভূল ।।

Noirakare Bhasche Re Ek Phool

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *