কোথা ভবতারা দুর্গতি-হরা
কোথা ভবতারা দুর্গতি-হরা
Kotha BhoboTara Durgoti Hora
Bhakti Geeti
কোথা ভবতারা দুর্গতি-হরা,
কতদিনে তোর করুণা হবে?
কবে দেখা দিবি, কোলে তুলে নিবি,
সকল যাতনা জুড়াবি?
মায়ার সংসারে কর্ম কোলাহলে
শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে,
বিবেক-বৈরাগ্য তুমি নাহি দিলে
মোহ-ভ্রান্তি কিসে ছুটিবে?


