আমার নয়ন জলে ধুয়ে দেব | Amar Noyon Jole Dhuye Debo Lyrics

আমার নয়ন জলে ধুয়ে দেব
Amar Noyon Jole Dhuye Debo
শ্যামা সংগীত
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: কৌশিক অধিকারী
মা মা দয়াময়ী মা
[(আমার) নয়ন জলে ধুয়ে দেব]-২
মা তোর চরণ দু’খানি
[দেখি মা তুই কেমন করে হবি পাষাণী(ওমা)]-২
[শিবের সাথে কুন্দ করে
মা তোর চরণ দুটি নেব কেড়ে]-২
[(চরণ) রাখব আমার হৃদে ধরে]-২
ও মা মুণ্ডমালী
[দেখি মা তুই কেমন করে হবি পাষাণী(ওমা)]-২
[যদি থাকিস মুখ লুকিয়ে মা
অধম বলে দিস তাড়িয়ে]-২
[আমি ডাকব তারা তারা বলে]-২
ও মা ভবানী
[দেখি মা তুই কেমন করে হবি পাষাণী(ওমা)]-২
[(আমার) নয়ন জলে ধুয়ে দেব]-২
মা তোর চরণ দু’খানি
[দেখি মা তুই কেমন করে হবি পাষাণী(ওমা)]-৩

Check Also

হারিয়ে গেছে ব্রজের কানাই Lyrics | Hariye Geche Brojer Kanai Lyrics

হারিয়ে গেছে ব্রজের কানাই Lyrics Hariye Geche Brojer Kanai Lyrics Kazi Najrul Islam নজরুল গীতিনজরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *