Ved Puranadi Rager Anubadi Lyrics | বেদ পুরাণাদি রাগের অনুবাদি

Ved Puranadi Rager Anubadi Lyrics
বেদ পুরাণাদি রাগের অনুবাদি
– মহাত্মা লালন সাঁই

Ved Puranadi Rager Anubadi Lyrics

বেদ পুরাণাদি রাগের অনুবাদি
নব অনুরাগী তা দেয় রে ফেলে
রাগ অনুরাগ যার বাধা আছে তার
সোনার মানুষ আলাপন হৃদ কমলে
অনুরাগী মন সদাতে রতন
মণি হারা রূপ ফণীর মতন
দেখলে তাহার মুখ হৃদয়ে বাড়ে সুখ
ও তার অঙ্গ পরশিলে প্রেম উজলে
অনুরাগী মন যেদিকে ফিরায়
পূর্ণ চন্দ্ররূপ ঝলক দেখতে পায়
ক্ষণেক ভাসে মন ক্ষনেক সচেতন
ক্ষণেক ব্রক্ষ্মান্ডের উপর যায়রে চলে
অনুরাগের সদাই যে করে আশা
অনুরাগ হয় তার দশম দশা
লালন ফকির কয় অনুরাগ যার নাই
ও তার কার্যসিদ্ধি হয় কোন কালে
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *