উল্টে গেল পাল্টে গেল বাংলা ক্যালেন্ডার
Ulte Gelo Palte Gelo Bangla Calendar
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
উল্টে গেল পাল্টে গেল বাংলা ক্যালেন্ডার
১৪ এপ্রিল ১লা বৈশাখ !
মনে লাগে খটকা,
বাংলা ক্যালেন্ডার মানলে,
মেলেনা রে পটকা।।
বরং অসম্মান করা হয়
বাঙলা ভাষার
উল্টে গেল,আরে পাল্টে গেল
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
জন্ম আমার তেসরা মার্চ
আঠারই ফাল্গুন
বাঙলা মানলে ইংরেজি ঠিক
থাকেনা অর্জুন।।
এটা গোঁয়ার্তুমি নয়
সৌরমন্ডলের ব্যাপার
উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
একুশে ফেব্রুয়ারি ছিল
ফাল্গুনের আট তারিখ
প্রতিবছর বাঙলা তারিখ
থাকেনা রে ঠিক।
একুশে ফেব্রুয়ারি ছিল
ফাল্গুনের আট তারিখ;
প্রতিবছর এই তারিখটা
থাকেনা রে ঠিক।
তবে পহেলা বৈশাখ এমন কেন ?
প্রশ্নটা আমার।
উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
তাই প্রতিবছর পহেলা বৈশাখ,
চৌদ্দই এপ্রিল হয়না,
বাঙলা বিশেষজ্ঞরাও বোঝে কিছু কয়না।।
আরে বাঙলা সংস্কৃতি নিয়ে
এ কোন ব্যবহার ?
উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
বাঙলা সংস্কৃতি নিয়ে
আমরা করি গর্ব,
আবার অন্য ভাষা চাপিয়ে দিয়ে,
বাঙলা করি খর্ব।।
হায়রে সংস্কৃতির চর্চাগুলো
কি যে চমৎকার !
উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
১৪ এপ্রিল ১লা বৈশাখ !
মনে লাগে খটকা
বাংলা ক্যালেন্ডার মানলে
মেলেনা রে পটকা
বরং অসম্মান করা হয়
বাঙলা ভাষার;
উল্টে গেল,আরে পাল্টে গেল
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।
আরে উল্টে গেল,পাল্টে গেল
বাংলা ক্যালেন্ডার।