Tumi Ki Dekhecho Kovu Lyrics | তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

Tumi Ki Dekhecho Kovu Lyrics
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
Song : Tumi Ki Dekhecho Kovu
Movie : Etotuku Asha (1968)
Singer : Abdul Jabbar
Music : Satta Saha
Lyricist : Gazi Mazharul Anwar
Director : Narayan Gosh Mita
Production : Chayabani Songstha
Label : Anupam Movie Songs

Tumi Ki Dekhecho Kovu Lyrics In Bangla

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো না

Tumi Ki Dekhecho Kovu Lyrics In English

Tumi ki dekhecho kovu
Jiboner porajoy?
Dukher dohone korun rodone
Tile tile taar khoy
Ami toh dekhechi koto je shopno
Mukulei jhore jaay
Shukno patar mormore baaje
Koto sur bedonay
Akashe batase nishfol asha
Hahakar hoye roy
Protidin koto khobor ashe je
Kagojer pata bhore
Jibon patar onek khobor
Roye jaay ogochore
Keu toh janena praaner akuti
Bare bare se ki chaay
Sarther taane priyojon keno
Dure sore chole jaay
Dhoronir buke pashapashi tobu
Keu bujhi karo noy
গানের কথাঃ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…
গীতিকারঃ ডঃ মো মনিরুজ্জামান,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ এতোটুকু আশা (২৮/০৬/১৯৬৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/আলতাফ/সুজাতা প্রমুখ,
পরিচালকঃ নারায়ণ ঘোষ মিতা।
————–
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
জীবনের পরাজয়!
Short Music
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
Music
আমি তো দেখেছি কতো যে স্বপ্ন,মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মর্মরে বাজে,কতো সুর বেদনায়!
Short Music
আমি তো দেখেছি কতো যে স্বপ্ন,মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মর্মরে বাজে,কতো সুর বেদনায়!
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়…
Short Music
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
Music
প্রতিদিন কতো খবর আসে যে,কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর,রয়ে যায় অগোচরে!
প্রতিদিন কতো খবর আসে যে,কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর,রয়ে যায় অগোচরে!
Short Music
কেউ তো জানেনা প্রাণের আকুতি,বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন,দূরে সরে চলে যায়!
Short Music
কেউ তো জানেনা প্রাণের আকুতি,বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন,দূরে সরে চলে যায়!
ধরণীর বুকে পাশাপাশি তবু,কেউ বুঝি কারো নয়…
Short Music
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু…?
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *