Tumi Bhebecho Ki Mone Lyrics | তুমি ভেবেছো কি মনে | Bhoba Pagla

Tumi Bhebecho Ki Mone Lyrics

তুমি ভেবেছো কি মনে

Bhoba Pagla

 

Tumi Bhebecho Ki Mone Lyrics

তুমি ভেবেছো কি মনে।
এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানেনা।।
এমন মানব জনম আর পাবে না।
বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।।
তোমার বিচার করবেন সেই বিধাতায়।।
তার কাছে ফাঁকি জুকি কিছুই চলেনা।

তুমি যাহা বদনে করে নাই প্রকাশ।
অপ্রকাশ তাহার করে কি যে সর্বনাশ।।
দুরিয়া রয়েছ হৃদয় আকাশ।।
মানুষের কুলে কালি আর দিওনা।।

সাবধানে চলো মন হও হুশিয়ার।
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।
মানুষ দেবতা হয়, হয় অবতার।।
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখনা।।

 

তুমি ভেবেছো কি মনে

তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি যাহা করে গেলে কেহ জানে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
 

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়,
তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাহার কাছে ফাঁকিজুঁকি কিছু চলে না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
তুমি যাহা বদনে করনাই প্রকাশ,
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
মানুষের কুলে কালি আর দিও না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।

 
সাবধানে চল মন হও হুঁশিয়ার,
তোমার বেলা তো বহে যায়
আসে অন্ধকার।
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
ভবা কহে,
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না..
বারে বারে আর আসা হবে না।

 

তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে,
তুমি যাহা করে গেলে কেউ জানে না
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আশা হবে না,
বারে বারে আর আশা হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *