তুই যে আমার সোনামনি Lyrics | Tui Je Amar Sonamoni Lyrics

তুই যে আমার সোনামনি Lyrics
Tui Je Amar Sonamoni Lyrics
তুই যে আমার সোনামনি
Tui Je Amar Sonamoni
ছায়াছবি: মহান
কথা: অঞ্জন চৌধুরী
সঙ্গীত: শিবদাস বন্দ্যোপাধ্যায়
শিল্পী: কুমার শানু

তুই যে আমার সোনামনি Lyrics

[তুই যে আমার সোনামনি তুই আদরের ধন,
তোর জন্যে রইল আমার সারাজীবন পণ]-২
[তোর জন্য ভাঙব পাহাড়
আকাশ দেব পাড়ি
দুঃখ যতই আসে আসুক
আমি কি আর হারি]-২
বাবা ছেলের মিলন কেমন
দেখুক সর্বজন
তোর জন্য রইলো আমার সারাজীবন পণ।
তুই যে আমার সোনামনি তুই আদরের ধন
তোর জন্যে রইল আমার সারাজীবন পণ।
[বিন্দু বিন্দু শিশির যেমন এমনি নিরবধি,
একটু থেকে যায় হয়ে এক বিশাল বড় নদী]-২
তুইও যে রে এমনি হবি বলছে আমার মন
তোর জন্য রইলো আমার সারাজীবন পণ।
[তুই যে আমার সোনামনি তুই আদরের ধন,
তোর জন্যে রইল আমার সারাজীবন পণ]-২
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *