লালন সাইজি

তিন ইঞ্চি নদীতে পড়ে Lyrics | Tin Inchi Nodite Pore Lyrics

তিন ইঞ্চি নদীতে পড়ে Lyrics

Tin Inchi Nodite Pore Lyrics

তিন ইঞ্চি নদীতে পড়ে
Tin Inchi Nodite Pore
কথা,সুর ও কণ্ঠ: কবি অসীম সরকার

 

তিন ইঞ্চি নদীতে পড়ে Lyrics

[দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড]-২
করিল এই সোনার দেশ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-২
[সেই নদীটির মাঝখানে ভাই
তিনকোনা এক চর
কামিনি-বাঘিনি নাচে চরেরও ওপর]-২
[জীবের যাওয়া-আসা নদীর ভেতর]-২
স্বর্গ-নরক,দুঃখ-ক্লেশ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-২
[সেই নদীটির চৌদিকে ভাই ভয়ংকর জঙ্গল
তারই মাঝে পাতা আছে বাঘমারা এক কল]-২
[যত লোভী-কামী যায় রসাতল]-২
দেখে নদীর পরিবেশ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-২
[কেউ জানে না সেই নদীটি গভীর যে কত
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর তার জানে না তত্ত্ব]-২
[ডুবাইতে স্বর্গ-মর্ত্য]-২
লাগে নদীর এক নিমেষ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-২
[সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান
রসিক যারা চিনে ধারা করিতেছে স্নান]-২
[অধম অসীম না জানিয়া সন্ধান]-২
ধরলো ভবার ভাবাবেশ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-২
[দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড]-২
করিল এই সোনার দেশ
[তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ]-৩

 

Tin Inchi Nodite Pore Lyrics

[Duto mangshopindo londobhondo]-2

Korilo ei shonar desh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-2

[Sei noditir majhkhane bhai

Tinkona ek chor

Kamini-baghini nache chorer-o opor]-2

[Jiber jawa-asha nodir bhetor]-2

Sworgo-norok, dukkho-klesh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-2

[Sei noditir choudike bhai bhoyonkor jongol

Tari majhe pata ache baghmara ek kol]-2

[Joto lobhi-kami jay roshatol]-2

Dekhe nodir poribesh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-2

[Keu jane na sei noditi gobhir je koto

Brahma-Bishnu-Moheshwor tar jane na totto]-2

[Dubaite sworgo-morto]-2

Lage nodir ek nimesh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-2

[Sei nodite ashe re bhai mashe mashe ban

Roshik jara chine dhara koriteche snan]-2

[Odhom Oshim na janiya shondhan]-2

Dhorlo bhobar bhababesh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-2

[Duto mangshopindo londobhondo]-2

Korilo ei shonar desh

[Tin inchi nodite pore

Share tin hat nouka shesh]-3

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): তিন ইঞ্চি নদীতে পড়ে (Tin Inchi Nodite Pore)

  • কথা, সুর ও কণ্ঠ (Lyrics, Tune & Vocal): কবি অসীম সরকার (Kobi Ashim Sarkar)

  • ধরণ (Genre): লোকগীতি / বাউল গান / দেহতত্ত্ব (Folk Song / Baul Song / Dehototto)

  • বিষয়বস্তু (Theme): মানবদেহ ও আধ্যাত্মিক দর্শন (Human body and spiritual philosophy)

 

তিন ইঞ্চি নদীতে পড়ে লিরিক্স (Tin Inchi Nodite Pore Lyrics) – কবি অসীম সরকার

“তিন ইঞ্চি নদীতে পড়ে” প্রখ্যাত লোককবি ও শিল্পী অসীম সরকারের গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি দেহতত্ত্বের গান। গ্রাম-বাংলার ভাবুক শ্রোতাদের কাছে এই গানটি তার গূঢ়ার্থের জন্য বিশেষ সমাদৃত।

এই গানে রূপকের আড়ালে গভীর আধ্যাত্মিক সত্য তুলে ধরা হয়েছে। এখানে “সাড়ে তিন হাত নৌকা” বলতে মানুষের শরীরকে বোঝানো হয়েছে। আর “তিন ইঞ্চি নদী” হলো এক বিশেষ আধ্যাত্মিক বা কামজ ফাঁদ, যার মোহে পড়ে এই মানবদেহ রূপী নৌকা ডুবে যেতে পারে। গানে বলা হয়েছে, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরও এই নদীর গভীরতা জানেন না, যা সৃষ্টির আদি রহস্যের ইঙ্গিত দেয়।

কবি অসীম সরকার তার স্বভাবসুলভ গায়কী এবং কথামালায় এই গানে সংসার, কাম-ক্রোধ এবং আধ্যাত্মিক মুক্তির এক জটিল সমীকরণ সহজ ভাষায় উপস্থাপন করেছেন। যারা দেহতত্ত্বের গান ভালোবাসেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য লিরিক্স।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “তিন ইঞ্চি নদীতে পড়ে” গানটির রচয়িতা ও শিল্পী কে? উত্তর: এই জনপ্রিয় দেহতত্ত্বের গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন কবি অসীম সরকার।

প্রশ্ন: এই গানে “সাড়ে তিন হাত নৌকা” বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: বাউল দর্শন ও দেহতত্ত্ব অনুযায়ী, “সাড়ে তিন হাত নৌকা” বলতে মানুষের শরীর বা দেহকে বোঝানো হয়।

প্রশ্ন: “তিন ইঞ্চি নদী” বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর: এটি একটি গভীর রূপক। দেহতত্ত্বে এটি দ্বারা জাগতিক মোহ, কাম বা সৃষ্টির আদি কারণকে ইঙ্গিত করা হয়, যার স্রোতে সাধারণ মানুষের আধ্যাত্মিক জীবন ডুবে যেতে পারে।

প্রশ্ন: “Tin Inchi Nodite Pore” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পোস্টেই “তিন ইঞ্চি নদীতে পড়ে” গানটির সম্পূর্ণ বাংলা লিরিক্স এবং ইংরেজি অক্ষরে (Roman script) লেখা লিরিক্স নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

ওরে দয়াল বাবা তুমি ক্যবলা কাবা Lyrics | Ore Doyal Baba Tumi Kebla Kaba Lyrics

ওরে দয়াল বাবা তুমি ক্যবলা কাবা Lyrics Ore Doyal Baba Tumi Kebla Kaba Lyrics   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *