সুন্দরী আরে জ্বলে গেল | Sundori Are Jole Gelo

সুন্দরী আরে জ্বলে গেল
Sundori Are Jole Gelo
ছায়াছবি: দালাল (হিন্দী)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
শিল্পী: উদিত নারায়ণ ও
অলকা ইয়াগনিক

 

সুন্দরী আরে জ্বলে গেল


সুন্দরী ই ই ই ই ই ই
আরে জ্বলে গেল জ্বলে গেল
প্রাণটা আমার
কে জুড়াবে এই জ্বালা?
[মারলে ছুড়ে এমনি বাণ
বুকটা হলো ফালা ফালা]-২
মুখেতে কথা আটকে গেল
সামলায় কিসে তার ঠেলা ?
ওই চোখের কবিতা লিখতে গেলাম
ভাঙলো কলম কি ঝামেলা !
ওই মেঘলা কেশের বাহার তোমার
আনে বৃষ্টি বাদলা
মারলে ছুড়ে এমন বাণ
বুকটা হলো ফালাফালা
সুন্দরী ই ই ই ই ই ই
আরে জ্বলে গেল জ্বলে গেল
প্রাণটা আমার
কে জুড়াবে এই জ্বালা ?
সাপের মতন ছন্দ তোমার
মনকে আমার দেয় দোলা
পুড়ে মরি দেখে তোমার
কোমর ছোঁয়া ওই প্রেমের দোলা
আয়না ভেঙে টুকরো করে
কী রূপ তোমার চমক তোলা!
ওই শরীরের চন্দন গন্ধে
মন যে আমার উতলা
মারলে ছুড়ে এমনি বাণ
বুকটা হলো ফালাফালা।
সুন্দরী ই ই ই ই ই ই ই ই
আরে জ্বলে গেল জ্বলে গেল
প্রাণটা আমার
কে জুড়াবে এই জ্বালা?
যৌবনের রাজ‍্যে তুমি
রাজকুমারী কিরণমালা
তোমার জন‍্য অানব প্রেমের
খাঁটি সোনার চতুর্দোলা
কী ফুল তোমার মানাবে তাই
খোঁজতে ফুরায় ফাগুন বেলা।
একটু আরো কাছে পেলে
জীবন হবে সুধায় ঢালা
মারলে ছুড়ে এমনি বাণ
বুকটা হলো ফালা ফালা।
প্রেমিক গো ও ও ও ও ও
আরে জ্বলে গেল জ্বলে গেল প্রাণটা আমার
কে জুড়াবে এই জ্বালা?
ওই মিষ্টি কথার চিনি রসে
মজলো আমার মন পেয়ালা।
পাগলিনী করল আমায়
পাগল তোমার প্রেমের খেলা
ওই মিষ্টি কথার চিনি রসে
মজলো আমার মন পেয়ালা।
প্রেমিক গো ও ও ও ও ও ও
থামলে খেলা ভুলবে জীবন
থাকবো আমি একেলা।
[রাস্তা নতুন পেলে কি গো
করবে আমায় হেলাফেলা এ]-২
মরবো তবু থামবেনা তো
পাশাপাশি এই চলা
সাত জনমের সাত সাগরে
পাইবো ভালোবাসার ভেলা।
[একটু আরো কাছে পেলে,
জীবন হবে সুধায় ঢালা]-২
মারলে ছুড়ে এমনি বাণ
বুকটা হলো ফালা ফালা।
মুখেতে কথা আটকে গেল
সামলায় কিসে তার ঠেলা।
সুন্দরী ই ই ই ই ই
প্রেমিক গো ও ও ও ও ও
…………………………………………………………………………

Sundori Are Jole Gelo


Arey mar gaye mar gaye
phokat me ham,
koyee toh hamko liyo bachay
Aaisa tir chala mere dil par,
jiskee mar sahee naa jay-(2)
Dil kee bat atak gayee dil me,
muh se hay kahee naa jay
Tere nain peh kavita likhe,
kalam tut key reh reh jay
Teree julf kee bat chale toh,
bin badal barkha ho jay
Aaisa tir chala mere dil par,
jiskee mar sahee naa jay.
Goriyo
Arey mar gaye mar gaye
phokat me ham,
koyee toh hamko liyo bachay
Teree chal kee kya misal de
hirnee nagin bhee sharmay
Mere dil peh giree bijliya
kamar peh jab chotee lehray
Teree rup kee dhup key aage
darpan bhee tukde ho jay
Tere badan kee mehak se goree
chandan bhee phika pad jay
Aaisa tir chala mere dil par,
jiskee mar sahee naa jay.
Goriyo
Arey mar gaye mar gaye
phokat me ham,
koyee toh hamko liyo bachay
Kaliyo kee hai too shehjadee
phulo kee mallika kehlay
Har ek chaman me charcha teraa
har bhanvra tere gun gay
Jitnee bhee tarid kare ham
utnee hee kam padtee jay
Abb toh ang laga ley mujhko
meraa janam safal ho jay
Aaisa tir chala mere dil par,
jiskee mar sahee naa jay
Chore oh
Arey mar gaye mar gaye
phokat me ham,
koyee toh hamko liyo bachay
Teree meethee bate sunkar
dhiro misree ghul ghul jay
Mai divanee ho gayee teree
tune mujhko diya fasay
Teree meethee bate sunkar
dheero misree ghul ghul jay
Chore oh
Prem dagar kato se bharee hain
ham dete hain tujhe batay
Pyar key raste peh ley jake
kahee too hamko bhul naa jay-(2)
Hay yeh tune kya keh dala
pran jaye par wachan naa jay
Ek janam kee bat chhod too
denge saton janam nibhay
Abb toh ang laga ley mujhko
meraa janam safal ho jay-(2)
Aaisa tir chala mere dil par,
jiskee mar sahee naa jay
Goriyo
Chore ho

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *