Sokaler Aalo Andharer Kalo Lyrics | সকালের আলো আঁধারের কালো

সকালের আলো আঁধারের কালো
Sokaler Aalo Andharer Kalo
ভক্তিমূলক গান
ছায়াছবি: জীবন জিজ্ঞাসা( ১৯৭১)
কথা: শ্যামলেশ ঘোষ
সুর: শ্যামল মিত্র
কণ্ঠ: প্রতিমা বন্দ্যোপাধ্যায়

 

Sokaler Aalo Andharer Kalo Lyrics

[সকালের আলো আঁধারের কালো
এই নিয়ে সারাবেলা]-২
[জানি ভগবান এ যে কার দান]-২
কোন্‌ খেয়ালের খেলা
সকালের আলো
কুসুমে কুসুমে মালা গেঁথে যাই
কত সযতনে তোমারে সাজাই
[যত ফোটে ফুল এ তো নহে ভুল]-২
তোমারই সাজানো মেলা
[জানি ভগবান এ যে কার দান]-২
কোন্‌ খেয়ালের খেলা
সকালের আলো
তবুও কখনো যদি ব্যথা পাই
তোমার চরণে দিও মোর ঠাঁই
[আমার এ মিনতি লও গো প্রণতি]-২
করো না গো অবহেলা
[জানি ভগবান এ যে কার দান]-২
কোন্‌ খেয়ালের খেলা?
সকালের আলো আঁধারের কালো
এই নিয়ে সারাবেলা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *