রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়।
ফুটিলো শাখে মুকুল ও রাঙা চরণ-ধায়।।
সে নাচে তটিনী-জল টলমল টলমল,
বনের বেণী….
Rumu Jhumu Rum Jhum Ke Le Nupur Pay Lyrics
Song details
Song -রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়
Singers – Ferdous Ara
Lyrics – Kazi Nazrul Islam
রুমুঝুমু রুমুঝুম কে এলো নূপুর-পায়।
ফুটিলো শাখে মুকুল ও রাঙা চরণ-ধায়।।
সে নাচে তটিনী-জল টলমল টলমল,
বনের বেণী উতল ফুলদল মুরছায়।।
বিজরী জরীর আঁচল ঝলমল ঝলমল,
নামিল নভে বাদল ছলছল বেদনায়।।
দুলিছে মেখলা-হার শ্যামলী মেঘ-মালার,
উড়িছে অলক কা’র অলকার ঝরোকায়।।
তালিবন থৈ তাথৈ করতালি হানে ঐ
কবি, তোর তমালী কই- শ্বসিছে পূবালী বায়।।
(পিলু-দাদরা )