রণবেশে হেসে হেসে ঐ বামা এসেছে Lyrics
Ronobeshe Hese Hese Oi Bama Eseche Lyrics
রণবেশে হেসে হেসে ঐ বামা এসেছে
বেহাগ-ঠুংরি
—স্বামী চণ্ডিকানন্দ
রণবেশে হেসে হেসে ঐ বামা এসেছে Lyrics
রণবেশে হেসে হেসে ঐ বামা এসেছে।
করে অসি পদে শশী কি রূপসী সেজেছে।
নয়নে অনল জ্বলে, নরশির শোভা গলে,
দলিতে দনুজদলে ঢলে ঢলে চলেছে।।
রুধির লেগেছে গায়, নীল জলে জবা প্রায়,
আঁখি না ফিরিতে চায়, কি সুখেতে মজেছে।
আ মরি কি রূপ হায়,অরূপ উথলে তায়,
সাধে কিরে ঐ পায় পশুপতি পড়েছে।।
Ronobeshe Hese Hese Oi Bama Eseche Lyrics
রণবেশে হেসে হেসে ঐ বামা এসেছে।
করে অসি পদে শশী কী রূপসী সেজেছে৷
নয়নে অনল জ্বলে, নরশির শোভে গলে,
দলিতে দনুজদলে ঢলে ঢলে চলেছে৷
রুধির লেগেছে গায়, নীল জলে জবা প্রায়,
আঁখি না ফিরিতে চায়, কী সুখেতে মজেছে।
আ মরি কি রূপ হায়, অরূপ উথলে তায়,
সাধে কী রে ঐ পায় পশুপতি পড়েছে৷