প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই Lyrics | Prodip Jalai Shankha Bajai Lyrics

প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই Lyrics

Prodip Jalai Shankha Bajai Lyrics

প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই
Prodip Jalai Shankha Bajai
কথা ও সুর: চন্দন রায় চৌধুরী
শিল্পী: অন্তরা নন্দী

 

প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই Lyrics


[প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তিভরা মনে!
ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে]-২
[পান দিলাম,সুপারি দিলাম দিলাম যে আলপনা
ফলমূল দিলাম মাগো দিলাম যে ধূপধুনা]-২
লক্ষ্মীর ঘট রাখি সঙ্গে ছড়ার ধান
লক্ষ্মীর মহিমা সবাই কর অবধান
মা লক্ষ্মীর ব্রত পালন করে যেই জনে
সংসার তার পূর্ণ থাকে সুখ শান্তি ধনে
প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তিভরা মনে!
ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে।
পুত্রহীনে পুত্র লাভে শত্রু হয়ে বস
মায়ের কৃপাতে সর্ব কর্মে হয় যশ
দেহে তার থাকে নাকো রোগের বালাই
অন্ন কষ্টে জীবনেতে কভু নাহি পাই
লক্ষ্মীবারে লক্ষ্মী পূজা করে যেইজনে
অবলা অচলা হয়ে রহে সে স্থানে
[প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তিভরা মনে!
ঘরে এসো মা লক্ষ্মী বসো গো আসনে]-২
বসো গো আসনে বসো গো আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *