ওগো ভাবীজান নাও বাওয়া মর্দ লোকের কাম | Ogo Bhabijan Nau Baua Mordo Loker Kam

ওগো ভাবীজান নাও বাওয়া মর্দ লোকের কাম

Ogo Bhabijan Nau Baua Mordo Loker Kam

ছবি: শ্রাবন মেঘের দিন
সুর: মকসুদ জামাল মিন্টু
শিল্পী: বারী সিদ্দিকী

 

ওগো ভাবীজান নাও বাওয়া মর্দ লোকের কাম

 

ও ও ও ও ও ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
এ ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
মর্দ লোকের কাম,
হায়রে জোয়ান পোলার কাম।।
ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
এ ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম।
আমি মইজুদ্দির ব্যাটা
মতি মিয়া নাম
পবনের নাও শুন্যে ধরে
কেমনে চালাই বাম
হায়রে কেমনে চালাই বাম
আমি মইজুদ্দির ব্যাটা
মতি মিয়া নাম
পবনের নাও শুন্যে ধরে
কেমনে চালাই বাম
ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
হে হে ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম।
দশ পাতিল পান্তা আনো,
এক পাতিল নুন,
পান আনো গুয়া আনো,
আরও আনো চুন।।
পান্তা খাইবো,পান খাইবো
মুখ করিবো লাল
আইজ আমরা শুন্যের পরে
দিবো গো উড়াল
আরে আইজ আমরা শুন্যের পরে
দিবো গো উড়াল
ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
হে হে ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম।
মর্দ লোকের কাম,
হায়রে জোয়ান পোলার কাম।।
ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম
এ ওগো ভাবীজান
নাও বাওয়া মর্দ লোকের কাম।
আরে ও আরে ও আরে ও আরে ও

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *