Nikhil Diyechilo Norok Nognota Lyrics | নিখিল দিয়েছিলো নরক-নগ্নতা

Nikhil Diyechilo Norok Nognota Lyrics
নিখিল দিয়েছিলো নরক-নগ্নতা
-রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

Nikhil Diyechilo Norok Nognota Lyrics

নিখিল দিয়েছিলো নরক-নগ্নতা,
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি
হৃদয় ছুঁয়েছিলো মেঘের মগ্নতা,
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত,আঙুল সোনালিমা,
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না
সহসাই কন্ঠে নেমে এলো কালিমা,
ঝ’রে গেল মাটিতে আলোকিত পান্না
আলতো ছুঁয়ে গেলে, এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি।
জোস্না-পাতা ঝরে মাটিতে, শিহরায়
উদাসি প্রান্তর উদাসিন যাত্রী
এখনো আলো আসে, জানালা খোলা রাখি,
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *