মরিব মরিব সখি নিশ্চয়ও মরিব লিরিক্স
Moribo Moribo Sokhi Nishcoyo Moribo Lyircs
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম
Amar Sarba Ange Likhe Dio Go Shudhu Krishna Krishna Naam
Basudev Baul
মরিব মরিব সখি নিশ্চয়ও মরিব লিরিক্স
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম।।
মরিব মরিব সখি নিশ্চয়ও মরিব
কাণহে নগন নিধী কারে দিয়ে যাব।।
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম।।
নাগুরাতে যাবগো আমি মধুরাতে যাব
কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাব
মধুরাতে যাবগো আমি মধুরাতে যাব
কৃষ্ণের নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাব
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম।।
না পুড়ায়ও রাধার অঙ্গ, না ভাসায়ও জলে
মরিলে তুলিয়া রেখ, তমালের ঐ ডালে
আমার সর্ব অঙ্গে লিখে দিও গো
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম
শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম।