Mayer Payer Joba Hoye lyrics | মায়ের পায়ের জবা হয়ে

Mayer Payer Joba Hoye lyrics

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

গায়ক: পান্নালাল ভট্টাচার্যী

শ্যামা সঙ্গীত

 

Mayer Payer Joba Hoye lyrics

আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক,
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

 

জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়
জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়
ওরে তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
তোর মত যে,
ও মন তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

 

আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
তাই বলি আয়,
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

 

মায়ের পায়ে জবা হয়ে
Mayer Paye Joba Hoye
তাল: ঝুমুর ৬ মাত্রা
কথা: দ্বিজেন চৌধুরী
কন্ঠ: পান্নালাল ভট্টাচার্য

 

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন

মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন,
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন,
তার গন্ধ না থাক যা আছে সে
নয়রে ভুয়ো আভরণ।
গন্ধ না থাক,
ও তার গন্ধ না থাক যা আছে সে
নয়রে ভুয়ো আভরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন।

[জানি জুঁই মালতী হায়,
কতো গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে
নিজেরে বিলায়]-২
ওরে তোর মতো যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
তোর মতো যে,
ও মন তোর মতো যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন।

[আমার তাই তো লাগে ভয়,
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়]-২
[ওরে যেন ভুলিসনা,তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে
ঘোচায় কালিমা]-২
ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়
করি আত্মসমর্পণ
তাই বলি আয়,
ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়
করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন,
তার গন্ধ না থাক যা আছে সে
নয়রে ভুয়ো আভরণ
গন্ধ না থাক,
ও তার গন্ধ না থাক যা আছে সে
নয় রে ভুয়ো আভরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন,
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *