Loke Jodi Mondo Koy Lyrics | লোকে যদি মন্দ কয়

Loke Jodi Mondo Koy Lyrics
লোকে যদি মন্দ কয়
ছায়াছবি: তরুলতা (১৯৮১)
কথা: শেখ আবুল কাশেম মিঠুন
সুর: জালাল আহমেদ
কণ্ঠ: প্রবাল চৌধুরী

Loke Jodi Mondo Koy Lyrics

[লোকে যদি মন্দ কয়
সে তো নহে পরাজয়
প্রেমের সাগর তলে
কলঙ্ক মুক্তো হয়ে রয়]-২
লোকে যদি মন্দ কয়।
[কলঙ্ক তোর গলার মালা
হোক না তাতে যত জ্বালা
কাঁটার মাঝে ফুলের বুকে
মধু জমে রয়]-২
লোকে যদি মন্দ কয়
সে তো নহে পরাজয়
প্রেমের সাগর তলে
কলঙ্ক মুক্তো হয়ে রয়
লোকে যদি মন্দ কয়।
[ভালোবাসার তুলি যদি
এমন করে আঁকলো ছবি
অপবাদের জ্বালায় সে যে
কেন দূরে রয়?]-২
[লোকে যদি মন্দ কয়
সে তো নহে পরাজয়
প্রেমের সাগর তলে
কলঙ্ক মুক্তো হয়ে রয়]-২
[লোকে যদি মন্দ কয়]-৩
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *