করী অরি পরে আনিলে হে কারে Lyrics | Kori Ori Pore Anile He Kare Lyrics | Durga Puja Song

করী অরি পরে আনিলে হে কারে Lyrics

Kori Ori Pore Anile He Kare Lyrics

কণ্ঠে : স্বামী সামপ্রিয়ানন্দ
চিত্রাঙ্কন : ছন্দক মজুমদার

রাগ- শুদ্ধ কল্যাণ
তাল- একতাল

করী অরি পরে আনিলে হে কারে Lyrics

করী অরি পরে আনিলে হে কারে, কৈ গিরি মম নন্দিনী,
আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, এ যে দশভুজা ভুবনমোহিনী।
কিবা সে দক্ষিণে গজেন্দ্র-বদন, প্রকাশিত যেন প্রভাতী তপন
ষড়ানন স্ববামেতে সুশোভন, কমলা ভারতী সহকারিণী।
দক্ষিণাঙ্গ রাখি মৃগেন্দ্র পরেতে আর পদ আরোপিয়ে অসুরেতে
দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গীতে
জ্ঞান হয় পূর্ণ ব্রহ্মাসনাতনী।
শুনেছি পুরানে ওহে গিরিবর, এই রূপ আরাধিয়ে রঘুবর
বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিলেন জনকনন্দিনী।
তারাচাঁদ কহে শুন গিরিরাণী, এই সেই তোমার পরাণ ঈশানী
নাশিতে ভূভার দশভুজাকার মহিতে মহিষাসুরমর্দিনী ।।

 

Check Also

Ulu De Dugga Elo | উলু দে দুগ্গা এলো | Iman Chakraborty

Ulu De Dugga Elo উলু দে দুগ্গা এলো Iman Chakraborty Song – Ulu De Dugga …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *