কোন একদিন আমায় তুমি খুঁজবে Lyircs
Kono Ekdin Amay Tumi Khujbe Lyrics
কোন একদিন আমায় তুমি খুঁজবে Lyircs
কোন একদিন
আমায় তুমি খুঁজবে
সেইদিন ওগো প্রিয়ে
আমার ভালোবাসা বুঝবে
এখন তোমার আর
আমাকে নেই কোন প্রয়োজন
চারদিকে ঘিরে আছে
তোমার কত শত প্রিয়জন
ফেলে আসা দিন যবে
কাঁটা হয়ে প্রাণে বিঁধবে
তোমার প্রিয়জন
থাকবে না যখন পাশে
যৌবন যদি গো চলে যায় কোনদিন
সে কি আর ফিরে আসে
মরনের পরপারে
যদি গো কখনো দেখা হয়
সেদিনও দেখিবে তুমি
আছো জুড়ে মোর এ হৃদয়
আঁখিজল তবু চোখে
ঝরঝর অবিরাম ঝরবে
